Site icon Jamuna Television

পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করলো ভারতের ‘সুপারসনিক মিসাইল’

ছবি: সংগৃহীত।

ভারতের ছোড়া একটি সুপারসনিক মিসাইল পাকিস্তানের পাঞ্জাবে আঘাত করেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের একটি নিরস্ত্র ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। ওই মিসাইলটি পূর্বাঞ্চলীয় পাঞ্জাবের একটি আবাসিক এলাকায় আঘাত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর- আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বুধবার এ ঘটনায় প্রতিবাদ জানান এবং ভারতের কাছ থেকে ব্যাখ্যা দাবি করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।

মেজর জেনারেল বাবর ইফতিখার আরও বলেন, পাকিস্তানের বিমান বাহিনী একটি ভারতীয় স্থাপনায় তার উৎক্ষেপণ থেকে ক্ষেপণাস্ত্রটি ট্র্যাক করেছিল এবং পাকিস্তানের আকাশসীমার মধ্যে সেটি তিন মিনিটেরও বেশি সময় ধরে উড়েছিল। যেখানে মিসাইল আঘাত করেছে সেখানে কোনো স্পর্শকাতর সামরিক স্থাপনা নেই। ওই মিসাইলের অবশিষ্টাংশ এখনো পরীক্ষা করছে সেনাবাহিনী।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাক ভূখণ্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি ভারতের হরিয়ানা রাজ্যের সিরসা থেকে উৎক্ষেপিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাঞ্জাবের পাকিস্তান রাজ্যের মিয়া চান্নু শহরের আকাশে এই ক্ষেপণাস্ত্রটি নজরে আসে পাক বায়ুসেনার।

খবরে আরও বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পাকিস্তান এয়ারফোর্সের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার লক্ষ্য করে যে ভারতীয় ভূখণ্ড থেকে একটি উচ্চগতির বস্তু আকাশে উড়েছে। প্রাথমিক গতিপথ থেকে সরে গিয়ে বস্তুটি হঠাৎ করে পাকিস্তানি ভূখণ্ডের দিকে চলে যায় এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে। অবশেষে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মিয়া চান্নুর কাছাকাছি চলে আসে সেটি।
আরও পড়ুন: রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নেয়া কোম্পানিকে সরকারি করবেন পুতিন, তীব্র ক্ষোভ যুক্তরাষ্ট্রের
ইউএইচ/

Exit mobile version