মুন্সিগঞ্জে ১২ মণ জাটকা জব্দ, আটক ২

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌপুলিশের সমন্বয়ে পৃথক অভিযানে ১২ মণ (৪৮০) জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকা পরিবহনকারী দুই ব্যাক্তিকে আটক এবং জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত থেকে শুক্রবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোলপ্লাজা ও মিরকাদিম কাঠপট্টি মাছ বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাছের বাজারমূল্য ১ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে নৌপুলিশ।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, জাটকা মজুদ ও সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় অভিযানে ৭ মণ জাটকাসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়। মিরকাদিম কাঠপট্টি এলাকায় অপর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫ মণ জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত মাছগুলো শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আটক দুই ব্যাক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply