Site icon Jamuna Television

রাশিয়ান তেলের ওপর নির্ভর করে যেসব দেশ

ছবি: সংগৃহীত।

রুশ-ইউক্রেন সংঘাত শুরুর পর রাশিয়ার ওপর দায় এনে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে পশ্চিমা দেশগুলো। ফলে বিঘ্ন ঘটছে রাশিয়ার তেল সরবরাহেও। ‌এই বিঘ্ন ঘটায় শুধু রাশিয়াই ক্ষতিগ্রস্থ হবে বিষয়টি এমন না। ইউরোপের বহু দেশই রাশিয়া থেকে তেল আমদানি করে থাকে। ফলে বিপদে পড়েছে তারাও।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) আল জাজিরা ওইসির সূত্র দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে ২০১৯ সালে রাশিয়া থেকে বিশ্বের কোন দেশ কত শতাংশ তেল আমদানি করেছে তার একটা তালিকা দেখানো হয়েছে।

রাশিয়ার কৌশলগত মিত্র চীন রাশিয়ার মোট তেলের ২৭ শতাংশ আমদানি করে থাকে। যদিও তেল ব্যবহারে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ চীনের ১৬ শতাংশ চাহিদা পূরণ হয় এতে।

রাশিয়া থেকে ২০১৯ সালে মোট ৪৮টি দেশ অশোধিত তেল আমদানি করে। রাশিয়ার তেলের ওপর সবচেয়ে বেশি নির্ভর করে বেলারুশ, লাটভিয়া, কিউবা ও কাজাখস্তান। এসব দেশ তাদের মোট আমদানির ৯৯ শতাংশেরও বেশি রাশিয়া থেকে আমদানি করে।

হাঙ্গেরি, আজারবাইজান, লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড তাদের মোট আমদানির ৮০ শতাংশের বেশি ক্রয় করে রাশিয়া থেকে। ইউক্রেনের চরম সমর্থক পোল্যান্ডও ৬০ শতাংশ তেল আমদানি করে রাশিয়া থেকে। তুরস্ক ও চেক প্রজাতন্ত্র ৫০ শতাংশেরও বেশি তেল আমদানি করে ভ্লাদিমির পুতিনের দেশ থেকে।

আরও পড়ুন: তেল উৎপাদনে বিশ্বের শীর্ষে যুক্তরাষ্ট্র, তিনে রাশিয়া

রাশিয়া থেকে তেল আমদানিতে পিছিয়ে নেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রোমানিয়া, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও সুইডেনের মতো দেশও। বাংলাদেশের প্রতিবেশি দেশ মায়ানমারও তাদের মোট আমদানির উল্লেখযোগ্য অংশ তেল রাশিয়া থেকে আমদানি করে থাকে।

উল্লেখ্য, ২০১৯ সালে বিশ্বে অশোধিত তেল উৎপাদনে শীর্ষে ছিল সৌদি আরব আর দুইয়ে রাশিয়া। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ইরাক, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র: আল জাজিরা।

জেডআই/

Exit mobile version