Site icon Jamuna Television

পুতিন ও রুশ সেনার বিরুদ্ধে পোস্টের অনুমতি দিলো ফেসবুক

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ‘মেটা’ কয়েকটি দেশে রাশিয়ানদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রচার করবে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করে দেয়া পোস্টকে ‘সাময়িক’ অনুমতি দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের।

মেটার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ‘সাধারণত নিষেধাজ্ঞার আওতায় পড়ে’ এমন কিছু পোস্টও প্রকাশিত হতে দেয়া হচ্ছে। এর ভেতর রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু কামনা করে দেয়া পোস্টও রয়েছে। তবে রাশিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো সহিংসতার কোনো পোস্টকে অনুমতি দেয়া হচ্ছে না। শুধুমাত্র রাশিয়ার প্রতিবেশী আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে এ ধরনের বক্তব্য দেয়া যাবে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লিচার টুইটার বার্তায় বলেন, আমরা রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া পর্যায়ে বেশকিছু পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ পরিবর্তনগুলো ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং সপ্তাহান্তে তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করলো ভারতের ‘সুপারসনিক মিসাইল’
ইউএইচ/

Exit mobile version