Site icon Jamuna Television

আখাউড়ায় অবিস্ফোরিত পাকিস্তানি মর্টার শেল উদ্ধার

আখাউড়া প্রতিনিধি:

পূর্বাঞ্চল মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার নামে খ্যাত আখাউড়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকালে পৌর শহরের তারাগন গ্রামের উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ জামশেদ শাহ্’র বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। গ্রাম পুলিশের পাহারায় মর্টার শেলটি জনমানবশূন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার।

তিনি বলেন, পৌর শহরের তারাগন গ্রামের বাসিন্দা উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সৈয়দ জামশেদ শাহ্ গ্রামের একটি প্রজেক্ট থেকে মাটি কেটে তার বাড়িতে ফেলছিলেন। বিকালে মাটির সঙ্গে মর্টার শেলটি দেখতে পান শ্রমিকরা। পরে তারা আখাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ।

ওসির ধারণা, একাত্তরে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টার শেল। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version