Site icon Jamuna Television

নজিরবিহীন বন্যায় অস্ট্রেলিয়ায় ২২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

নজিরবিহীন বন্যায় বিপর্যস্ত আস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। চলমান দুর্যোগে বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন।

ত্রাণ তৎপরতা জোরালো করার লক্ষ্যে এ বন্যাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

চলতি বছরের শুরু থেকে টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে এ বন্যা পরিস্থিতি। রাজ্য দুটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ৭৫ শতাংশই হয়েছে গত তিন মাসে। নজিরবিহীন এ বন্যায় শুধুমাত্র কুইন্সল্যান্ড রাজ্যেই তলিয়ে গেছে অন্তত ২০ হাজার ঘরবাড়ি। নিউ সাউথ ওয়েলস রাজ্যে বাস্তচ্যুত কমপক্ষে ৪০ হাজার বাসিন্দা।

আরও পড়ুন: রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেন যাচ্ছেন আরব অঞ্চলের ১৬ হাজার স্বেচ্ছাসেবক!

ঝুঁকিতে থাকা এলাকাবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে চলছে উদ্ধারকাজ। দুই বছর আগে ভয়াবহ দাবানলের কবলে পড়ে রাজ্য দুটির বিস্তীর্ণ এলাকা।

জেডআই/

Exit mobile version