Site icon Jamuna Television

আগামী নির্বাচনে প্রবাসীদের পরীক্ষামূলক ভোটগ্রহণের সুপারিশ

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে চায় নির্বাচন কমিশন। আসছে জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই সুযোগ করে দিতে চায় কমিশন। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সেমিনারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসীরা পোস্টাল বা প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারবেন বলে জানান সিইসি।

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এত দিন পরও প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ না দিতে পারা দুঃখজনক। বিদেশে থাকা এসব বাংলাদেশিদের দ্রুত ভোট দেয়ার ব্যবস্থা করতে ইসির প্রতি আহবান জানান তিনি। প্

রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, ম্যানুয়াল পাসপোর্টধারীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা নিতে হবে।

Exit mobile version