Site icon Jamuna Television

ঝিনাইদহে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, কনের পিতাকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে বাঁচলো সপ্তম শ্রেণীর এক ছাত্রী। এ সময় কনের পিতাকে দশ হাজার টাকা জরিমানা করেন ওই ম্যাজিস্ট্রেট।

জানা যায়, শুক্রবার (১১ মার্চ) হরিণাকুণ্ডের জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের হরিশপুর গ্রামের খাইরুল হোসেনের ছেলে হাসিবুল (১৯)-এর বিয়ে দেওয়ার আয়োজন করে উভয় পক্ষের অভিভাবকরা। উপজেলার কামাড়পাড়া গ্রামে চলছিল এ বিবাহের আয়োজন। পরে গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎ বিয়ে বাড়িতে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। এ সময় সচেতনভাবে আইন অমান্য করে নাবালিকা মেয়েকে বিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি কনের পিতা আনোয়ার হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ সাধারণ মানুষদের বাল্যবিয়ের মতো অন্যায় কাজের সাথে জড়িত না থাকতে আহ্বান জানান। এছাড়াও অভিভাবকদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের বাল্যবিয়ের মতো অসামাজিক কাজ থেকে বিরত থেকে তাদের লেখাপাড়া শিখিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

জেডআই/

Exit mobile version