Site icon Jamuna Television

‘বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে’

ছবি: সংগৃহীত

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন আলিয়া। সঞ্জয় লীলা বানসালির ছবির পুরো দৃশ্যজুড়েই আলিয়া। মুক্তির এক সপ্তাহে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

বলিউডে আসন করে নেয়ার পর ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি যদি এই ছবিতে অভিনয়ের সুযোগ না পেতাম, তা হলে নিশ্চিত এইচএসসি পরীক্ষা দিতে হতো। আর তার চেয়েও নিশ্চিত যে ফেল করতাম। তাই বলিউড আমাকে এইচএসসিতে ফেল করা থেকে বাঁচিয়েছে।’

জীবনের সেরা মুহূর্তে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। তার জীবনের স্বপ্ন ছিল সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করা। সেই অভিনয় বড় পর্দায় তৈরি করেছে এক আইকনিক চরিত্র। সাধারণত বলিউডের শিল্পীদের দুই ভাগে ভাগ করা হয়। ‘সুপারস্টার’ আর ‘আর্টিস্ট’। আলিয়া এ ক্ষেত্রে ব্যতিক্রম। তাকে বলা হচ্ছে একই সঙ্গে তারকা আর গুণী অভিনেত্রী।

এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন আলিয়া ভাট। ইতোমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘আমি তো মনে মনে অনেক আগেই রণবীরকে বিয়ে করেছি। আমি মানসিকভাবে বিবাহিত।’

আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ। পড়াশোনা কখনই ভালো লাগতো না তার। শতকরা ৭১ ভাগ নম্বর নিয়ে এসএসসি পাস করেন। উচ্চমাধ্যমিক পড়তে পড়তে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবির প্রস্তাব আসে।
আরও পড়ুন: অভিনেত্রীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গ্রেফতার ২
ইউএইচ/

Exit mobile version