Site icon Jamuna Television

রোববার দেশে আসবে হাদিসুরের মরদেহ

‘এমভি বাংলার সমৃদ্ধি’র নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আগামী রোববার (১৩ মার্চ) দুপুর ২টায় টার্কিশ কার্গো বিমান ৬৫৬০-তে দেশে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, শুক্রবার (১১ মার্চ) ফেসবুকে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছিলেন, হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করে স্ট্যাটাসে এও লিখেছিলেন, রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছে কিছু দাফতরিক কাজ শেষে হাদিসুরের মরদেহ ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।

প্রসঙ্গত, গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এই জাহাজটির ওপর রকেট হামলা করা হয়। মারা যান হাদিসুর রহমান। আর জাহাজে থাকা বাকি নাবিকেরা অক্ষত থাকেন।

/এমএন

Exit mobile version