Site icon Jamuna Television

চট্টগ্রামে হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ২৫টি দোকান

চট্টগ্রামের হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ মার্চ) রাত ১১টায় ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হকার্স মার্কেটের এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে নতুন জামাকাপড়ে ভর্তি ছিল মার্কেটের অধিকাংশ দোকান। তবে কমপক্ষে ২৫টি দোকানের প্রায় ৮০ শতাংশ মালপত্রই পুড়ে গেছে। তবে শুক্রবারে মার্কেটটি বন্ধ ছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার আনুমানিক রাত নয়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।

এম ই/

Exit mobile version