Site icon Jamuna Television

অভিষেকের অপেক্ষায় সোয়েপসন, বদল আছে পাকিস্তানেও

ছবি: সংগৃহীত

করাচিতে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। শনিবার (১২ মার্চ) খেলা শুরু হবে সকাল ১১টায়। এই টেস্টে লেগস্পিনার মিচেল সোয়েপসনের অভিষেক হতে চলেছে।

ব্যাগি গ্রিন ক্যাপ পরার অপেক্ষায় থাকা ২৮ বছর বয়সী সোয়েপসন রয়েছেন দারুণ ফর্মে। সবশেষ শেফিল্ড শিল্ডে ২৩ গড়ে এই লেগস্পিনার নিয়েছেন ৩২ উইকেট। এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশের বাকিরা হলেন- অধিনায়ক প্যাট কামিন্স, উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, মারনাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

পাকিস্তানও তাদের একাদশে দু’টি বদল আনতে পারে। ইনজুরি থেকে ফিরে হাসান আলী অর্ন্তভুক্ত হতে পারেন নাসিম শাহর জায়গায়; আর তানভীর আহমেদের জায়গায় ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। বাকিরা হলেন অধিনায়ক বাবর আজম, ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, নৌমান আলি, সাজিদ খান ও শাহিন আফ্রিদি। সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিণ্ডিতে ড্র হয়েছিল।

আরও পড়ুন: পাকিস্তানে আজানে মুগ্ধ কামিন্স, পিচ নিয়ে ক্ষোভ

এম ই/

Exit mobile version