Site icon Jamuna Television

গোলাপি বলের টেস্টে মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টে মাঠে নামতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। শনিবার (১২ মার্চ) দিবারাত্রির এই টেস্ট শুরু হবে বিকাল ৩টা থেকে। প্রথম টেস্টে ইনিংস ও ২২২ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

মোহালি টেস্টে দর্শক ঢুকতে না পারলেও বেঙ্গালুরু টেস্টে গ্যালারির পঞ্চাশ ভাগ পূর্ণ থাকবে। আর এই টেস্টের আগে কুলদ্বীপ যাদবের জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল। এই টেস্টেও সহজ জয় পাওয়াটাই ভারতের লক্ষ্য। তবে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ বলেছেন, গোলাপি বলের ক্রিকেটে এখনও আমরা নবীন। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে সকল পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোটাই আমাদের দায়িত্ব।

মোহালি টেস্টে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলা পাথুম নিশানকা এই টেস্ট থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন। এছাড়াও শ্রীলঙ্কান পেসার দুশ্মান্ত চামিরাও পড়েছেন ইনজুরিতে। সব মিলে একাদশ গড়তেই চ্যালেঞ্জের মুখে পড়েছে লঙ্কানরা। তবে ভারতীয়দের ওপর চাপ প্রয়োগের আশা করছেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে।

আরও পড়ুন: অভিষেকের অপেক্ষায় সোয়েপসন, বদল আছে পাকিস্তানেও

এম ই/

Exit mobile version