
ভিডিওবার্তায় কথা বলছেন ভোলোদেমির জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের সাথে তাদের সাদৃশ্য আছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি।
শনিবার (১২ মার্চ) ভোররাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রুশরা ইউক্রেনে যা করছে, তার সাথে একমাত্র ইসলামিক স্টেটের সন্ত্রাসীদেরই তুলনা করা চলে।
এসময়, যুদ্ধবিরতি না মেনে অবিরাম গোলাবর্ষণের মধ্যেও মারিওপোলের থেকে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, শুক্রবার মারিওপোল থেকে ৭ হাজার ১৪৪ জনকে উদ্ধার করেছি আমরা।
ভিডিও বার্তায় রাশিয়ান মায়েদের প্রতি অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আপনাদের সন্তানকে বিদেশে যুদ্ধ করতে পাঠাবেন না। নিশ্চিত হন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, এবং যদি আপনার মনে বিন্দুমাত্রও সন্দেহ হয় যে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে, তাহলে সাথে সাথে তৎপর হন।
প্রসঙ্গত, শুক্রবার (১১ মার্চ) ইউক্রেনের উপকূলীয় শহর মারিউপোলের মেয়রকে রুশ সেনারা জিম্মি করেছে বলে প্রচার করা হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এছাড়া, শহরটিতে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, সেটিও রুশ সেনারা মানেনি বলে অভিযোগ ইউক্রেনের।
/এসএইচ



Leave a reply