
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
ডিজিটাল সিকিউরিট অ্যাক্টের মাধ্যমে দেশের মানুষের ও গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিলো; এখন অবশিষ্টটুকু কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১২ মার্চ) সকালে বিএনপি গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে দেশি-বিদেশি অনলাইনগুলোও মত প্রকাশের স্বাধীনতাও খর্ব হবে। আওয়ামী লীগ তার অপকর্ম আড়াল করতে এমন উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের করা এসব নীতিমালা সংবিধানের সাথে সাংঘর্ষিক ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই আইন ডিজিটাল নিরাপত্তা আইনের থেকেও খারাপ বলে উল্লেখ করেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনকে আরও পাকাপোক্ত করতে নতুন নীতিমালা করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এসব নীতিমালা করা হচ্ছে।
/এসএইচ



Leave a reply