Site icon Jamuna Television

কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে ১ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শামিমাতুল আরস (৬০) নামে এক বাংলাদেশি বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর আনন্দবাজারের।

শনিবার (১২ মার্চ) ভোরে ভোর সাড়ে ৪টায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই গেস্ট হাউসে আগুন লাগে। দোতলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।  খবর পেয়ে দমকল বাহিনীর ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

জানা গেছে, ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসটিতে শনিবার ভোরে আগুন দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।

গেস্ট হাউসের এক কর্মী জানান, প্রথমে গেস্ট হাউসের রিসিপশনে আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি কক্ষে পুড়ে যায়। ওই সব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে নেয়া হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। কিন্তু শামীমাতুল আরশ (৬০) নামের এক বৃদ্ধাকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

এছাড়া যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি এক নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম (৪২)।

কলকাতার আরেকটি সংবাদপত্র জানিয়েছে, চিকিৎসার জন্য ভারতে যাওয়া ২৮ বাংলাদেশি অবস্থান করছিলেন ওই গেস্টহাউসে। মইনুল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version