Site icon Jamuna Television

ব্রাজিল দলে ফিরলেন নেইমার, বাদ জেসুস

ছবি: সংগৃহীত।

নেইমার জুনিয়রকে দলে রেখে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে এরইমধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল।

ব্রাজিলের ঘোষিত এই স্কোয়াডে নেইমারের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল। এছাড়া দলে ফিরেছেন জুভেন্তাসের মিডফিল্ডার আর্থুর ও এভারটন তারকা ফুটবলার রিচার্লিসন। তবে দল থেকে বাদ পড়েছেন গ্যাব্রিয়েল জেসুস।

উল্লেখ্য, গোড়ালির ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। পিএসজির হয়ে চোট কাটিয়ে ফিরেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে।

আরও পড়ুন: যে কারণে ব্যালন ডি’অরে ভোট দিতে পারবে না বাংলাদেশ

ব্রাজিল দল

গোলকিপার: আলিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেজ (সাও পাওলো), দানিলো (য়্যুভেন্টাস), অ্যালেক্স তেলাস (ম্যানচেস্টার ইউনাইটেড), থিয়াগো সিলভা (চেলসি), মারকুইনহোস (পিএসজি), মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মাগালেস (আর্সেনাল), আরানা (অ্যাতলেটিকো মিনেইরো)।

মিডফিল্ডার: কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), গিমারেস (নিউক্যাসেল), পাকুয়েতা (বার্সেলোনা), আর্থুর (জুভেন্টাস), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল)।

ফরোয়ার্ড: রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জু. (রিয়াল মাদ্রিদ), মার্তিনেল্লি (আর্সেনাল), অ্যান্টনি (আয়াক্স), রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন) ও নেইমার (পিএসজি)।

জেডআই/

Exit mobile version