Site icon Jamuna Television

রাবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টা, আটক ২

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিউল হককে হত্যাচেষ্টার ঘটনায় দুই আসামিকে আটক করেছে র‍্যাব। তারা উগ্রবাদী রাজনীতিতে জড়িত বলেও জানিয়েছে র‍্যাব।

শনিবার (১২ মার্চ) র‍্যাব ৫ সদর দফতরে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃত সালাউদ্দিন বাপ্পী ও নবাব শরীফ উগ্রবাদি ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। তবে তদন্তের স্বার্থে এখনই সুনির্দিষ্ট করে সংগঠনের নাম জানায়নি তারা।

র‍্যাব ৫ অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ৯ মার্চ রাজশাহীর ধরমপুর এলাকার একটি ছাত্রাবাসে সংঘটিত ওই ঘটনায় রমজান নামের স্থানীয় এক সন্ত্রাসীসহ আরও কয়েকজন আসামিকে আটকের চেষ্টা চলছে।

/এডব্লিউ

Exit mobile version