২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা মাল্টিপারপাস কোম্পানি, গ্রাহকদের মানববন্ধন

|

আমানতের টাকা ফিরে পেতে গ্রাহকদের মানববন্ধন

স্টাফ করেসপনডেন্ট,নরসিংদী:

নরসিংদীতে টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন লাপাত্তা হওয়া শাহ সুলতান মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড এর গ্রাহকরা।

শনিবার (১২ মার্চ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহকরা জানান, ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো গ্রাহকের থেকে ২০০ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও লাভের প্রলোভন দেখানোর কারণে বাড়তে থাকে তাদের গ্রাহক সংখ্যা।

পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে গেছেন সমিতির পরিচালনা পরিষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক। টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দফতরে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন গ্রাহকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ওই সমিতির সাথে জড়িতদের গ্রেফতার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।

এসময় গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজিজুল হক, বুরুজ মিয়া, রুশিয়ারা বেগম, ইকবাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply