Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধ, ফুফার ছুরিকাঘাতে নিহত ভাতিজা

রংপুর মহানগরীর কামালকাছনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ফুফার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা আহত অপর ভাতিজাকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফুফাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর মেট্র্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি জানান, নগরীর বাহারকাছনা জুম্মাটারী পানির ট্যাংক এলাকায় জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার শাহজাহান মিয়ার ও ইয়াসিন আলীর সাথে। তারা সম্পর্কে আপন শ্যালক ও দুলাভাই। এরই জের ধরে শুক্রবার রাতে দুলাভাই ইয়াসিন আলীসহ কয়েকজন শ্যালক শাহজাহানের দুই পুত্র আশরাফুল ও সিয়ামকে আটক করে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ভাগিনা আশরাফুল মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর ভাতিজা সিয়ামেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে আশরাফুলের লাশে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শাহজাহান আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের শিকার আশরাফুলের ফুফা ইয়াসিন আলীসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

/এডব্লিউ

Exit mobile version