‘ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য ও ভোজ্যতেলের দাম বাড়তে পারে’

|

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাসচিব কু ডংউ

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাবার ও ভোজ্যতেলের দাম ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর বিবিসির।

শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এফএও এর বরাতে বিবিসি জানায়, চলমান যুদ্ধের কারণে ইউক্রেন শস্যের নিয়মিত উৎপাদন চালু রাখতে পারবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। এছাড়া, রাশিয়া থেকে খাদ্য রফতানি ঘিরেও রয়েছে বিভিন্ন অনিশ্চয়তা।

এক বিবৃতিতে এফএও জানিয়েছে, শীতকালে ইউক্রেনে উৎপাদন হওয়া ২০ থেকে ৩০ শতাংশ খাদ্যশস্য ২০২২/২৩ মৌসুমে উৎপাদিত হবে না।

বিবৃতিতে এফএও’র মহাসচিব কু ডংউ জানান, যুদ্ধের কারণে বিশ্বের শীর্ষ খাদ্যশস্য রফতানিকারক দুই দেশের কৃষিকাজ বিঘ্নিত হলে বিশ্বে মারাত্মকভাবে বেড়ে যেতে পারে খাদ্য নিরাপত্তাহীনতা। খাদ্যশস্যের সরবরাহ বিঘ্নিত হলে বিশ্বব্যাপী খাবার এবং ভোজ্যতেলের দাম ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এফএও মহাসচিব আরও জানান, বিশ্বের অন্তত ৫০ টি দেশ রাশিয়া ও ইউক্রেনের গম সরবরাহের ওপর সরাসরি নির্ভরশীল হওয়ায় বিশেষত তারাই ঝুঁকির মুখে আছে।

প্রসঙ্গত, চলমান যুদ্ধের কারণে কেবল খাবারের দামই নয়, ২০২২/২৩ সালের মধ্যে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যাও ৮ লাখ থেকে ১ কোটি ২০ লাখ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এফএও। এমনকি, অপুষ্টির হার উল্লেখযোগ্য হারে বাড়তে পারে এশিয়াপ্যাসিফিক, সাব-সাহারান ও উত্তর আফ্রিকা এবং প্রাচ্যের দেশগুলোতে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply