Site icon Jamuna Television

ফরিদপুরে পিস্তল, ধারালো অস্ত্র ও মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দুইটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুইটি ছোরা, দুইটি তরোয়াল, একটি রামদা, ফেনসিডিল ও মাদক বিক্রির ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. গোলাম মোস্তফা ও তার স্ত্রী শ্যামলী রোকসানাকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মামুদপুর এলাকায়। এই ঘটনার সাথে জড়িত মো. রিপন মিয়া নামে অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গতকাল শুক্রবার (১১ মার্চ) দুপুর থেকে গভীর রাত অবধি এই অভিযান পরিচালিত হয়। আজ শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামালা পাশা।

জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ প্রথমে গোলাম মোস্তফা ও শ্যামলী রোকসানার বাড়িতে অভিযান চালিয়ে তাদের তাদের আটক ও অস্ত্র-মাদক উদ্ধার করে। তাদের দেয়া তথ্যমতে রিপনকে আটক করতে গেলে সে পালিয়ে যায়।

জামাল পাশা আরও জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি ও মাদক আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে। আটক দুইজনকে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

জেডআই/

Exit mobile version