Site icon Jamuna Television

দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে: জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি।

দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, প্রবৃদ্ধির সুফল মানুষ পাচ্ছে না।

শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীতে জাতীয় পার্টির মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে জি এম কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, যারা সরকারে আছে তারা অনেকে প্রচুর টাকার মালিক হয়েছে। আর সাধারণ মানুষের আয় কমছে। এ সময়, মধ্যবিত্তরাও এখন টিসিবির লাইনে দাঁড়াচ্ছে জানিয়ে জি এম কাদের বলেন, সরকারের সীমাহীন দুর্নীতিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে সংবিধান সংশোধন করতে হবে বলেও জানান জি এম কাদের।

আরও পড়ুন: অবশিষ্ট বাকস্বাধীনতা কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার: ফখরুল

এম ই/

Exit mobile version