Site icon Jamuna Television

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে ট্রাক-পিকাপ সংঘর্ষে নিহত-২

স্টাফ রির্পোটার, নেত্রকোণা:

নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে ট্রাক-পিকাপ সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন জেলার কলমাকান্দা উপজেলার শুনই গ্রামের ডিম ব্যবসায়ী তরিকুল ইসলাম। অপরজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সাকুয়া বাজার এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ জানায়, ঘটনার দিন তরিকুল ইসলাম ঢাকা থেকে ডিম বিক্রি করে পিকাপ ভ্যানে করে ফিরছিলেন। এ সময় সময় নেত্রকোণা সদরের সাকুয়া বাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় তার পিকাপভ্যান। এতে ঘটনাস্থলেই তরিকুলসহ অজ্ঞাত আরও একজন নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসজেড/

Exit mobile version