Site icon Jamuna Television

গণফোরামের কাউন্সিল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

ছবি: সংগৃহীত

গণফোরামের কাউন্সিল ঘিরে দলটির বিবদমান দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে একপক্ষকে জাতীয় প্রেসক্লাব থেকে বের করে দেয়।

শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের একাংশের কাউন্সিলে এই হামলার ঘটনা ঘটে। এর আগে, সকাল সাড়ে নয়টায় দিকে ড. কামাল হোসেনের অংশের গণফোরাম কাউন্সিলের জন্য প্রস্তুতি নেয়ার সময়ে মোস্তফা মহসীন মন্টুর নেতাকর্মীরা প্রেসক্লাবের ভেতরে ঢুকে কাউন্সিলে হামলা করে।

বৃহস্পতিবার ড. কামালের অংশের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে এই কাউন্সিল আহ্বান করা হয়েছিল। মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে। দুই অংশের এই কোন্দলকে কেন্দ্র করে গত বুধবার গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন মন্টুর নেতৃত্বাধীন অংশের নেতারা।

আরও পড়ুন: দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হতে পারে: জি এম কাদের

এম ই/

Exit mobile version