ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে গণপিটুনির শিকার বিধায়ক, আহত ২৩ (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

ভারতে দল থেকে বহিষ্কৃত এক ভারতীয় বিধায়ক রাস্তায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। এ ঘটনায় সাতজন পুলিশ সদস্যসহ আহত হয়েছে ২৩ জন। এ ঘটনায় কারো মৃত্যু না হলেও ক্ষিপ্ত জনতার পিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই বিধায়ক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শনিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার বানপুরে। গণপিটুনির শিকার বিধায়ক প্রশান্ত জগদেব বিজু জনতা দলের (বিজেডি) বহিষ্কৃত নেতা। গত বছরের অক্টোবরে এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাকে। এ ঘটনার পর এবারে ফের বিতর্কের মুখে পড়লেন তিনি।

এ নিয়ে পুলিশ সুপার আলেখ চন্দ্র বলেন, গণপিটুনির কারণে গুরুতর আহত হয়েছেন বিধায়ক। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়েছে। তবে এই ঘটনায় কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেন এই বিধায়ক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply