Site icon Jamuna Television

ভারতে বিজেপি সাংসদের বাড়ির পাশে উদ্ধার ৪৫টি বোমা, ব্যাপক চাঞ্চল্য

বিজেপি সাংসদ অর্জুন সিং। ছবি: সংগৃহীত।

ভারতে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৫টি অবিস্ফোরিত বোমা এবং দুটি পিস্তল। তার বাড়ির ১০০ মিটারের মধ্যে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বোমাগুলো উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ অর্জুনের দাবি, তৃণমূল কর্মীরাই তাকে হত্যার উদ্দেশ্যে বোমা ও অস্ত্র রেখে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (১২ মার্চ) একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই বোমাগুলো উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়ার পরই পৌঁছায় পুলিশ। একই সাথে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি সাংসদ অর্জুন সিংও। এই ঘটনায় তিনি পুলিশের নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলেছেন। তার প্রশ্ন, এখানে এতো পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বোমা এবং অস্ত্র রাখলো দুষ্কৃতকারীরা?

তিনি অভিযোগ করেন, আমাকে হত্যা করার জন্যই এই বোমা এবং রিভলবারগুলো এখানে রাখা হয়েছিল। আমি জোর গলায় বলতে পারি নবান্নে (রাজ্য সচিবালয়) বসে আমাকে খুন করার চক্রান্ত করা হয়েছে। যদিও এই সাংসদের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের।

এসজেড/

Exit mobile version