
ভালো দাম পাওয়ায় খুশি ফরিদপুরের পেঁয়াজ চাষিরা। আড়তে দাম বৃদ্ধি হওয়ায় বাড়তি লাভের মুখ দেখছেন তারা। বলছেন, উৎপাদন খরচ তোলার পাশাপাশি লাভও হচ্ছে বেশ। এই মৌসুমে আমদানি না করার দাবিও রয়েছে তাদের। তবে খুচরা দোকানে লাগামহীন দামের জন্যে, ক্রেতাদের অসন্তুষ্টি বাড়ছে।
কিছুদিন আগেও পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা আর খুচরা পর্যায়ে ৪০ টাকা। বর্তমানে মান ভেদে পাইকারী দর ৩৮ থেকে ৪৫ টাকা আর খুচরা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এবার অসময়ে বৃষ্টির কারণে মুড়ি কাটা পেঁয়াজের আশানুরুপ উৎপাদন হয়নি। আর হালি পেঁয়াজ বাজারে উঠলে ভালো দামের আশা করছেন চাষিরা।
কয়েক সপ্তাহ পরেই মাঠে থাকা হালি পেঁয়াজ তোলা শুরু হবে। কৃষি অফিস বলছে, তখন বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিডি কৃষিবিদ হযরত আলী বলেন, বছরের এই সময়টায় বাজারে পেঁয়াজ কম থাকায় দামও বেশি। হালি পেঁয়াজ আসলে এর দাম কমে আগের জায়গায় চলে আসবে।
তিনি আরও বলেন, আশা করছি এ বছর শুধুমাত্র হালি পেঁয়াজ ৪ লক্ষ ৯০ হাজার মেট্রিকটন এবং মুড়ি কাটা পেঁয়াজ প্রায় ৬৫ হাজার মেট্রিকটন উৎপাদিত হবে।
এসজেড/



Leave a reply