Site icon Jamuna Television

রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্বে লাসিথ মালিঙ্গা

ছবি: সংগৃহীত

আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেস বোলিং তারকা লাসিথ মালিঙ্গা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ। আইপিএলের সাথে মালিঙ্গার সম্পর্ক বেশ পুরোনো। পুরো আইপিএল ক্যারিয়ারে এই ডানহাতি ইয়র্কার স্পেশালিস্ট খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। মুম্বাইয়ের জার্সিতে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন লঙ্কান এই পেসার। সেই সাথে পাঁচবার জিতেছেন আইপিএলের শিরোপা।

এর আগে, গত মৌসুমে আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন লাসিথ মালিঙ্গা। আইপিএলের এবারের আসরটি শুরু হবে ২৬ মার্চ, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে।

আরও পড়ুন: যে কারণে ব্যালন ডি’অরে ভোট দিতে পারবে না বাংলাদেশ

এম ই/

Exit mobile version