Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের প্রস্তাব নিয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২-তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও এর সমাধানে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে, কিছুক্ষণ আগে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ আবুধাবি যাবেন প্রধানমন্ত্রী। রোববার সকালে, ইত্তেহাদ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আবুধাবি ছাড়বেন প্রধানমন্ত্রী।

২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলবেন তিনি। ওই দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা।

এর আগে, ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক ও জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্স্যুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউস’ শীর্ষক আরেকটি বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version