Site icon Jamuna Television

সংঘাত বন্ধে ইসরায়েলের চেষ্টাকে সাধুবাদ জেলেনস্কির

রুশ-ইউক্রেন সংঘাত বন্ধে ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এক টুইটবার্তায় তিনি জানান, শান্তি প্রক্রিয়া নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে কথা হয়েছে তার।

শনিবার (১২ মার্চ) এক ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ হয় দুই নেতার। বেসামরিক হত্যা বন্ধে পদক্ষেপের দাবি জানান জেলেনস্কি। মিলোটোপোলে রুশ বাহিনীর হাতে অপহৃত মেয়রকে উদ্ধারেও ইসরায়েলের সহায়তা চান তিনি।

এর আগে, জেরুজালেমে অস্ত্রবিরতি বৈঠক আয়োজনে ইসরায়েলের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। সেসময় তিনি বলেন, যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইসরায়েল। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর কয়েক দফা কথা হয় বেনেট-জেলেনস্কির মধ্যে। চলমান সংকট সমাধানে পশ্চিমাদের আরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন জেলেনস্কি।

/এডব্লিউ

Exit mobile version