Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। রোববার (১৩ মার্চ) রাতে দলের সাথে যোগ দিতে রওনা হবেন তিনি।

শারীরিক ও মানসিক অবসাদের জন্য ছুটি চাওয়া সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে দুবাই থেকে ফিরে আরও একবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেন দেশসেরা এই অলরাউন্ডার। তারই ধারাবাহিকতায় শনিবার পাপনের সাথে কথা বলতে বোর্ডে আসেন সাকিব। সভা শেষে সিদ্ধান্ত আসে, দক্ষিণ আফ্রিকায় দলের সাথে যোগ দিতে রোববার ঢাকা ছাড়বেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: সাকিবের সাথে জরুরি বৈঠকে পাপন

৩ ফরম্যাটের ক্রিকেটেই সাকিবকে পাওয়া যাবে। বোর্ড সভাপতি আশাপ্রকাশ করেন যে, আগের চেয়ে মানসিকভাবে ভালো অবস্থানে থাকা সাকিব খেলবেন সব ম্যাচেই।

আরও পড়ুন: সাউথ আফ্রিকা সিরিজেও খেলবেন সাকিব

এম ই/

Exit mobile version