Site icon Jamuna Television

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। রোববার (১৩ মার্চ) সকালে কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন স্বামী-স্ত্রীসহ ৩ জন। পথে কাজীরহাট বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপন রায় ও তার স্ত্রী সুমি রায়। এসময় মোটরসাইকেল চালক রতন রায় আহত হন। তিনি নিহত স্বপন রায়ের ভাই।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত রতনকে নেয়া হয় জেনারেল হাসপাতালে। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহযোগী পলাতক। এছাড়া টাঙ্গাইল ও কুড়িগ্রামে সড়ুক দুর্ঘটনায় প্রাণ গেছে ২ জনের।

/এডব্লিউ

Exit mobile version