Site icon Jamuna Television

‘উইঘুরে মুসলিম নির্যাতনের ঘটনা পশ্চিমাদের অপপ্রচার’

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

উইঘুরে মুসলিম নির্যাতনের ঘটনা পশ্চিমাদের অপপ্রচার। সেখানে জাতিসংঘ তদন্ত মিশনের সফরের উদ্যোগকে স্বাগত জানায় চীন। এমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তবে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে চীন।

রোববার (১৩ মার্চ) দুপুরে ঢাকায় স্প্রিং ডায়ালগ উইথ চায়না অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত। লি জিমিং বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার; এক চীন নীতি বিশ্বের সব দেশের কাছেই স্বীকৃত। ইন্দোপ্যাসিফিক করিডোর আইপিএস, কোয়াডসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ চীন বিরোধী।

লি জিমিং বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী রাশিয়া-ইউক্রেন আলোচনা চায় চীন। বিবাদমান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়েছেন তিনি। চীনের রাষ্ট্রদূত বলেন, আবেগ নয়, ঠাণ্ডা মাথায় রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে। উভয় পক্ষ চাইলে আলোচনায় সহায়তা করতে পারে চীন।

লি জিমিং বলেন, কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে থাকে চীন। বাংলাদেশে মিসাইল কারখানা তৈরির খবর খতিয়ে দেখবে বেইজিং, এমনটিও জানান তিনি।

আরও পড়ুন: কিয়েভে তুমুল লড়াই, যা দেখা যাচ্ছে স্যাটেলাইটে

এম ই/

Exit mobile version