Site icon Jamuna Television

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পেছনে কারা, খতিয়ে দেখছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেল জব্দ।

ভোজ্যতেলের দাম বৃদ্ধির নেপথ্যে কোন পক্ষ, মিলার না পাইকার? এবার তা খতিয়ে দেখছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কেউ পণ্য বাজারে দেরি করে ছাড়লে তার ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

রোববার (১৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের তারাবোতে একটি তেলের মিলে অভিযান চালানো হয়। এ সময় পরিচালক জানান, ঈদ পর্যন্ত চালিয়ে নেয়ার মতো ভোজ্যতেল দেশে মজুত আছে। তাই সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে অনিয়মে কেউ জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার।

সম্প্রতি ভোজ্যতেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় রিফাইনারি মিলে তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার অধিদফতর। বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের তথ্যের সাথে কারখানার উৎপাদন ও কাঁচামালের তথ্য মিলিয়ে দেখছেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, কোনো কোনো ব্যবসায়ী কারসাজি করার চেষ্টা করেছেন। সেখানে বার বার বলা হয়েছে, উচ্চ পর্যায়ে এই কারসাজি করা হয়েছে। তবে এটি কারা করেছেন সেটিই আমরা খতিয়ে দেখছি।

একই সাথে তিনি বলেন, বলা হচ্ছে ভোজ্যতেলের খুব সংকট। আসলে কিন্তু সেটা না। সরকারের পক্ষ থেকে আমরা বার বার বলছি, মজুদ আছে সরবরাহও আছে।

এসজেড/

Exit mobile version