Site icon Jamuna Television

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

নিহত দিনমজুর তৈয়ব দেওয়ান।

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‌নিজ পুকু‌রে মাছ ধর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব দেওয়ান (৩৫) নামের একজন বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত তৈয়ব দেওয়ান উপ‌জেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের মৃত র‌ফিক দেওয়া‌নের ছে‌লে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

রোববার (১৩ মার্চ) সকাল সা‌ড়ে ৯টা নাগাদ এ ঘটনা ঘটে। ঘটনাটি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাঙ্গাবালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) দেওয়ান জগলুল হাসান।

স্থানীয়রা জানায়, বাড়ির পুকুরে পানি কম থাকায় ‌সেচ ক‌রে মাছ ধরার উ‌দ্যোগ নেন তৈয়ব দেওয়ান। সকালে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে মোটরের মাধ্যমে পানি আনার জন্য ঘরের ভেতরেই মিটারে বৈদ্যুতিক সংযোগ দেন তৈয়ব। কিন্তু পানি সেচের পর মিটার থেকে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

তৈয়‌বের স্ত্রী ফা‌তেমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকু‌রেই মৃত্যু হয় তৈয়বের। প‌রে স্বামীর লাশ দেখতে পে‌য়ে তার চিৎকারে স্থানীয়রা এসে লাশ উদ্ধার ক‌রে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি‌কে হারিয়ে ফা‌তেমা ও তার সন্তান এখন দিশেহারা।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষ‌ণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারও কোনো অ‌ভি‌যোগ না থাকায় লাশ প‌রিবা‌রের কা‌ছেই হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version