Site icon Jamuna Television

আখাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ

আখাউড়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। রোববার (১৩ মার্চ) দুপুরে ভারত থেকে বাংলাদেশে আগত তিন পাসপোর্টধারী যাত্রীর লাগেজ তল্লাশি করে এ ওষুধ জব্দ করা হয়।

আখাউড়া স্থল শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ যমুনা নিউজকে জানান, দুপুরে ভারতের কলকাতার তিন পাসপোর্টধারী যাত্রী আগরতলা-আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে কাস্টমসে আসেন। এসময় তাদের সাথে থাকা লাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ কুকুরের ওষুধ জব্দ করা হয়।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী যমুনা নিউজকে বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি না থাকায় ওইসব ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা।

ওষুধগুলো আখাউড়া শুল্ক গুদামে জমা করা হবে। তবে এগুলো মাদক না হওয়ায় ওই যাত্রীদের আটক করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।

/এনএএস

Exit mobile version