Site icon Jamuna Television

অবশেষে ডিসির নম্বর ক্লোন করা সেই যুবক গ্রেফতার

পুলিশ সুপারের সংবাদ সম্মেলন।

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা প্রসাশকের নম্বর ক্লোন করে প্রতারণা করা সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি বরিশাল জেলার পিরোজপুর থানার দুর্গাপুর গ্রমের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন হিরা (২২)। পেশায় একজন কারখানা শ্রমিক হলেও মোবাইল ও ল্যাপটপে যথেষ্ট দক্ষ বলে জানা গেছে।

শনিবার (১২ মার্চ) বরিশাল জেলার কাউনিয়া থানা থেকে গেফতার করা হয় ইমরান হোসেন হিরাকে। তার কাছ থেকে একটি কম্পিউটার ও ৩টি অ্যানড্রয়েড ফোন জব্দ করা হয়েছে। রোববার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার রাফিউল আলম।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত হিরার নামে এর আগেও মাদক ও চুরির ৪টি মামলা রয়েছে। তবে সে একা নাকি কেনো চক্র এমন কাজ করছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি জেলা প্রসাশকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে কয়েক জনের কাছে টাকার দাবি করা হয়। সে ঘটনার প্রেক্ষিতে সাধারণ ডায়েরি ও পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপরই জড়িতদের ধরতে শুরু হয় অভিযান।

এসজেড/

Exit mobile version