Site icon Jamuna Television

ইউক্রেনীয় শরণার্থীদের ট্রেনে রুশ হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় শরণার্থীদের একটি প্যাসেঞ্জার ট্রেনে হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের জাতীয় রেল কোম্পানি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে আটকে থাকা অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল ট্রেনটি। জানিয়েছে বিবিসি।

রোববার (১৩ মার্চ) এই হামলায় প্রাণ হারিয়েছেন ট্রেনটির এক কন্ডাক্টর। সেই সাথে আরেক কর্মীকে নেয়া হয়েছে হাসপাতালে। রেল কোম্পানি আরও জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের ব্রুসাইন স্টেশনে প্রবেশ করা মাত্রই রুশ হামলার মুখে পড়ে ট্রেনটি। লিমান স্টেশন থেকে দোনেৎস্ক এবং লুহানস্কের অধিবাসীদের তুলে নেয়ার পরিকল্পনা ছিল ট্রেনটির। লিমান স্টেশনে ১০০’র মতো শিশুও ছিল বলে জানা গেছে বিবিসির প্রতিবেদনে।

ইউক্রেনের জাতীয় রেল কোম্পানি জানিয়েছে, রুশ হামলার পরও শরণার্থীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্ভাব্য সকল চেষ্টাই অব্যাহত রাখবে তারা।

আরও পড়ুন: জীবন বাজি রেখে মেয়েকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে গেলেন বাবা

Exit mobile version