Site icon Jamuna Television

পোল্যান্ড সীমান্তের কাছে সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলা, নিহত ৩৫

ছবি: সংগৃহীত।

এবার ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের লিভিভ অঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। আজ রোববার (১৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লিভিভ অঞ্চলের গভর্নরের মতে, পোলিশ সীমান্তের কাছে একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেনে তার যুদ্ধের মাত্রা বাড়িয়েছে। এ হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনে পশ্চিমা সরবরাহের লাইনগুলিকে ‘রাশিয়ার লক্ষ্যবস্তু’ হিসেবে ক্রেমলিন সতর্ক করার কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন: অষ্টমবারের মতো বাবা হলেন ইলন মাস্ক, জানা গেলো তিন মাস পর

হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

জেডআই/

Exit mobile version