Site icon Jamuna Television

‘রাজনৈতিক সমঝোতা না হলে ইসির পক্ষে একা সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে একা সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। রোববার (১৩ মার্চ) বিকেলে ইসির ধারাবাহিক সংলাপের প্রথম দিনে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এ সময় সিইসি আরও বলেন, বড় দলগুলো নির্বাচনে অংশ না নিলে গ্রহণযোগ্যতায় ঘাটতি পড়ে। তবে ইসির চেষ্টা থাকবে সবাইকে আনার। অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে। আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানান সিইসি।

ইসি দায়িত্ব নেয়ার পর রোববারের এ সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়। তবে তাতে উপস্থিত হয়েছেন ১৩ জন। বাকি ১৭ শিক্ষাবিদ সংলাপে যোগ দেননি। এদিন বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলীয় সরকার বড় বাধা বলছেন কেউ কেউ। আবার, বর্তমান কাঠামোর আলোকে নির্বাচন করার পক্ষেও মত এসেছে। প্রবাসীদের ভোটের সুযোগ দেয়া, ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়ার পরামর্শ এসেছে আলোচনায়। আইনের আলোকে এসব প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সিইসি।

/এমএন

Exit mobile version