Site icon Jamuna Television

জাবির ভাইরাল নাচের সমালোচনায় সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম র‍্যাগ ডে’র অনুষ্ঠানের কিছু নাচের ভিডিও নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাচের কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে এক তরুণ-তরুণীর ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে দুই ধরনের মন্তব্য চোখে পড়ছে। কেউ কেউ তাদের সেই নাচের প্রশংসা করছে। আবার কিছু মানুষ করেছেন সমালোচনা। ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যে যখন সোশ্যাল মিডিয়া সয়লাব, তখনই ভিডিওটি নিয়ে ফেসবুকে মন্তব্য করেন অভিনেতা সালমান মোহাম্মদ মুক্তাদির।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই নাচের ভিডিও লিঙ্কটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন সালমান মুক্তাদির। যেখানে তিনি একপ্রকার সমালোচনাই করেছেন। বছরখানেক আগে সালমান মুক্তাদির ‘অভদ্র প্রেম’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওর দৃশ্য নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। এ কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ডে’র অনুষ্ঠানের নাচের ভিডিও নিয়ে মন্তব্য করে বলেছেন, নাচটি তার মিউজিক ভিডিও ‘অভদ্র প্রেমে’র মতো হয়নি, ‘অভদ্র প্রেমে’র মতো করা উচিত ছিল।

ভাইরাল ভিডিওটি শেয়ার করে সালমান মুক্তাদির বলেছেন, ছাত্রদের সমস্যাটা কী! আমি খুবই মর্মাহত ও ক্ষুব্ধ। তাদের জানা উচিত যে এই নাচটি কেবল ‘অভদ্র প্রেম’-এর জন্যই করা উচিত ছিল! তারা ‘অভদ্র প্রেম’ কেন দেখালো না। কর্তৃপক্ষের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

ইউএইচ/

Exit mobile version