Site icon Jamuna Television

ভারতে ৩৩ বাংলাদেশিকে আটক করলো বিএসএফ

অনুপ্রবেশের দায়ে ৩৩ বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খুলনা ও সাতক্ষীরা থেকে সুন্দরবনের রায়মঙ্গল নদীপথ হয়ে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়েছে।

আজ রোববার (১৩ মার্চ) বিএসএফের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে তাদের জেল হাজতে রাখা হয়েছে। আটকের পর তাদের থানায় হস্তান্তর করে বিএসএফ। পরে, আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

বিএসএফ আরও জানায়, আটক বাংলাদেশিরা দালালের মাধ্যমে কাজের খোঁজে ভারত যাচ্ছিল। এদের মধ্যে ১৬ জন নারী ও ৯ জন পুরুষ। এছাড়া আট শিশুও রয়েছে। এর আগে শনিবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৭ বাংলাদেশিকে আটক করা হয়।

আরও পড়ুন: রুশ-ইউক্রেন সংঘাতে বাংলাদেশি গণমাধ্যমের ভূমিকায় হতাশ রাশিয়ার রাষ্ট্রদূত

জেডআই/

Exit mobile version