Site icon Jamuna Television

বাংলাদেশের সকল অর্জনের সাথে ছাত্রলীগ ঘনিষ্ঠভাবে জড়িত: পলক

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস। এ দেশের সকল অর্জনের সাথে ছাত্রলীগ ঘনিষ্ঠভাবে জড়িত। যার স্বীকৃতি প্রদান করেছেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব ছাত্রলীগকে এদেশের অসহায় নিপীড়িত মানুষের পক্ষে সাহসী ভূমিকা রাখতে হবে।

রোববার (১৩ মার্চ) দুপুর ২টায় নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে বাংলাদেশ ছাত্রলীগ সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনসহ অন্যান্যরা।

সমাবেশে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে সজীব ইসলাম জুয়েল এবং রওনক হাসান হারুনকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেয়া হয়। এছাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি দীপ্ত জ্যাতি ঘোষ, সাধারণ সম্পাদক সোহেল রানা মিতুল এবং পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ফারুক, সাধারণ সম্পাদক সৌরভ ইসলাম সাজিদের নাম ঘোষণা করা হয়।

জেডআই/

Exit mobile version