Site icon Jamuna Television

ভোলায় মজুত করা ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ

ছবি: সংগৃহীত

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় একটি গোডাউন থেকে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা এবং গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা পৌর ১নং ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়।

ভোলা জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২০০ লিটার সয়াবিন তেল মজুত করা ছিল।

তিনি বলেন, এ সময় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর সাথে তেলগুলো জব্দ করার পাশাপাশি গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। ডিলার রাশেদুল আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন।

ইউএইচ/

Exit mobile version