Site icon Jamuna Television

অবরুদ্ধ মারিওপোলে প্রাণ হারিয়েছে ২ হাজারের বেশি মানুষ

চলমান রুশ আগ্রাসনে অবরুদ্ধ মারিওপোলে প্রাণ হারালেন ২১শর বেশি মানুষ। সিটি কাউন্সিলের বরাতে এ তথ্য দিয়েছে বিবিসি।

জানানো হয়, রোববার (১৩ মার্চ) শতাধিক রকেট হামলা আর গোলাবর্ষণের শিকার বন্দর নগরীটি। ইউক্রেন সরকার ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠালেও তুমুল হামলার কারণে সেই বহর পৌঁছাতে পারেনি মারিওপোলে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই স্বীকার করেন, মানবিক করিডর বন্ধ হয়ে যাওয়ার কথা।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, আইসিআরসি বলছে, চরম মানবিক বিপর্যয়ের পথে শহরটি। গেলো কয়েকদিন ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির সংযোগ। তীব্র ঠান্ডা আর খাদ্যাভাবে ভুগছে লাখো মানুষ।

এদিকে রাশিয়ার দাবি, বারবার সাময়িক অস্ত্রবিরতি দেয়া হলেও সেটি কাজে লাগাচ্ছে না জেলেনস্কি সরকার। উল্টো সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আজভ সাগর তীরের শহরটি যুদ্ধরত উভয়পক্ষের জন্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

/এডব্লিউ

Exit mobile version