Site icon Jamuna Television

কিয়েভের আশপাশে হামলার পরিসর বাড়াবে রুশ সেনাবাহিনী

ইউক্রেনে মানবিক করিডর ব্যবহার করে একদিনে সংঘাতপূর্ণ শহরগুলো থেকে এক লাখ ৪০ হাজার মানুষকে উদ্ধার করা গেছে। রোববার (১৩ মার্চ) রাতে এই তথ্য জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। তবে সোমবারই রাজধানী কিয়েভের আশপাশের এলাকা, খারকিভ এবং সামি অঞ্চলে হামলার পরিসর বাড়াবে রুশ সেনাবাহিনী, এমন ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফ।

সাময়িক অস্ত্রবিরতির সুযোগে বেসামরিক মানুষদের সরানো হয় নিরাপদ স্থানে। তবে দেশটির জেনারেল স্টাফ জানান, স্পর্শকাতর স্থাপনাগুলো টার্গেট হতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য পেয়েছেন তারা।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন, ইউএনএইচসিআর জানিয়েছে, চলমান যুদ্ধে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ২৭ লাখের মতো মানুষ। যাদের সিংহভাগই আশ্রিত পোল্যান্ডে। এছাড়া হাঙ্গেরি, মলদোভা এমনকি রাশিয়াতেও ঠাঁই নিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। পূর্বাভাস অনুসারে, সংখ্যাটি ছাড়াবে ৪০ লাখ।

/এডব্লিউ

Exit mobile version