পুতিন এবং যুদ্ধ বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়ার ৩৭টি শহর। রোববার (১৩ মার্চ) সারা দেশজুড়ে ধরপাকড়ের শিকার হন সাড়ে ৭শ’ মানুষ। এ নিয়ে আটক হয়েছেন দেশটির ১৪ হাজারের বেশি বিক্ষোভকারী। সিবিএস নিউজের খবর।
পুলিশের বিবৃতিতে বলা হয়, আটকের শিকার অর্ধেক বিক্ষোভকারীই রাজধানী মস্কোর বাসিন্দা। গেল মাসে ইউক্রেনের ভূখণ্ডে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই নিজ দেশে সমালোচনা-বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আটকদের মধ্যে ১৭০ জনকে নেয়া হয়েছে রিমান্ডে।
আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দূতাবাস সরাচ্ছে ভারত
দেশজুড়ে বিক্ষোভ পরিস্থিতি মোকাবেলায় গত ৪ মার্চ নতুন আইন জারি করে পুতিন সরকার। সেই অনুসারে, যুদ্ধ বিরোধী বিক্ষোভে যোগ দিলে বা খবর সম্প্রচার করলে ১৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও পড়ুন: ‘দেশের জন্য লড়তে চাই, পুতিনের জন্য নয়’
এম ই/

