Site icon Jamuna Television

এবার ট্রাম্পের আইনজীবী হলেন নিউইয়র্কের সাবেক মেয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে আইনি লড়াই চালাবেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিলানি। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতেই তার এই ভূমিকা।

ট্রাম্পের আইনজীবীর দলে রুডি যোগ দেয়ায়, অভিজ্ঞতাসম্পন্ন পরামর্শকের পাশাপাশি একজন কট্টরপন্থীকেও পাশে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে বিশেষ কৌসুলি মুয়েলারের তদন্ত টিমের মুখোমুখি হওয়ার জন্যেই শক্তিশালী আইনজীবী দল নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

কেননা মুয়েলার জানিয়েছেন- তদন্তের মূল টার্গেট ট্রাম্প না হলেও, তিনি অন্যতম সন্দেহভাজন। সে কারণেই, আইনজীবী জন দাঊদ গেলো মাসে প্রেসিডেন্টের এই মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করেন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন রুডি গিলানি।

Exit mobile version