Site icon Jamuna Television

অভিযান চালিয়ে যেতে চীনের সাহায্য চায় রাশিয়া

ইউক্রেনে অভিযান অব্যাহত রাখতে চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া। এমন দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপিসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে সংকটে পড়েছে রুশ অর্থনীতি। সেই পরিস্থিতি সামাল দিতে বেইজিংয়ের কাছে আর্থিক সহায়তা চেয়েছে মস্কো।

তবে এ তথ্য কীভাবে পাওয়া গেল, তা গোপন রেখেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এমনকি মস্কো কী ধরনের অস্ত্র বা সামরিক সহায়তা চেয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

/এডব্লিউ

Exit mobile version